
আলফা নেট'র বার্ষিক ফ্যামিলি পিকনিক - ২০২২ অনুষ্ঠিত।
গত শনিবার (২৪ ডিসেম্বর) এবং রবিবার (২৫ ডিসেম্বর) ২ দিন ব্যাপী অনুষ্ঠিত হয় আলফা নেট'র বার্ষিক ফ্যামিলি পিকনিক - ২০২২। আলফা নেট তাদের সকল কর্মীদের একঘেয়েমি কাজের জগত থেকে বের করে শারীরিক এবং মানসিক প্রফুল্লতা এনে দিতে নাটোর জেলার অন্যতম সেরা পিকনিক স্পট গ্রিন ভ্যালি পার্কে আয়োজিত করে বার্ষিক ফ্যামিলি পিকনিক - ২০২২।
আলফা নেট এর HR Head লাবনী আক্তার এর তত্ত্বাবধায়নে এবং CTO জনাব মোঃ এশাম হায়দার এর পরিচালনায় বার্ষিক ফ্যামিলি পিকনিক - ২০২২ পরিচালিত হয়।
আলফা নেট বাংলাদেশের সমস্ত কর্মকর্তা, কর্মচারী এবং তাদের সকলের পরিবারের সদস্যদের সাথে নিয়ে এই পিকনিকটি সমাদৃত করে।
২ দিন ব্যাপী এই ফ্যামিলি পিকনিকে প্রথম দিনটির কর্মসূচিতে ছিল সকল কর্মীদের অংশগ্রহণে আলফা নেট এর নিজস্ব খেলার মাঠে বিভিন্ন খেলার কার্যক্রমে পরিপূর্ণ যেমন ছেলেদের জন্য স্ট্যাম্পিং, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস ধরা খেলা, বেলুন ফাটানো খেলা এবং মেয়েদের জন্য মাইন্ড গেম, সুচে সুতা লাগানো, বেলুন ফাটানো এছাড়াও ছোট্ট সোনামণিদের জন্য ছিল বালিশ বদল খেলা।
এছাড়াও দ্বিতীয় দিন নাটোরের গ্রিন ভ্যালি পার্কে ভ্রমন থেকে শুরুকরে সেখানে বিভিন্ন ধরণের রাইড শেয়ারিং এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাজানো ছিল পুরো কর্মসূচি।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা নেট বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ একরামুল হায়দার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ- মিজানুর রহমান এবং মোছাঃ- মৌসূমী খাতুন (ইন্সট্রাক্টর - বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট)।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের শেষে সকল কর্মীদের পরিবারের সদস্যদের সাথে পরিচিত হন এবং সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় করেন আলফা নেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ একরামুল হায়দার এবং সকলের উদ্দেশ্যে তিনি বলেন "আলফা নেট সর্বদা তাদের কর্মীদের কথা চিন্তা করে। কর্মীদের মন ও মানসিক বিকাশের জন্য আলফা নেট সর্বদা কাজ করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় আজকে আলফা নেট এর বার্ষিক ফ্যামিলি পিকনিক - ২০২২ এর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এইধরনের আয়জনের মাধ্যমে আলফা নেট তার কর্মীদের মানসিকতা বিকাশে ভুমিকা রাখতে পারবে বলে ব্যক্ত করেন"।
অনুষ্ঠান শেষে পার্কে পরিবারের সদস্যদের সাথে সুন্দর মুহূর্ত কাটানো এবং বিকেলের নাস্তা গ্রহনের সাথে আলফা নেট এর বার্ষিক ফ্যামিলি পিকনিক - ২০২২ এর সমাপ্তি হয়।
Popular Posts


রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এ অনুষ্ঠিত হলো "Campus Open Day & Job Fair - 2023"
গত ১৯ শে জানুয়ারি...

দেশের সেরা ই-কমার্স ওয়েবসাইট প্রদানকারী হিসেবে আ্যওয়ার্ড পেয়েছেন আলফা নেট!!!
গত সেপ্টেম্বর মাসে T...


নতুন বছরে গ্রাহক সেবার মান উন্নয়নের দিকনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো Alpha Net এর কনফারেন্স!!!
গত ৪ই জানুয়ারি (ব...
